বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

সেবা - শান্তি - প্রগতি
জয় বাংলা - জয় বঙ্গবন্ধু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বানভাসী অসহায় মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ

মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু\’র নেতৃত্বে উত্তর জনপদের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার বিভিন্ন স্থানে বন্যা কবলিত অসহায় বানবাসী মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পূর্বে রাত ১০ঃ০০ ঘটিকায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা দূর্গত বানবাসী অসহায় মানুষ কে খাদ্য সামগ্রী বিতরণের প্রাক্কালে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন দেশরত্ন শেখ হাসিনা যে আশা এবং বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন সে আশা এবং বিশ্বাস বজায় রেখে অসহায় দুস্থ বিপন্ন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অতীতের ন্যায় দেশরত্নের শেখ হাসিনার প্রতিটি নির্দেশ যথাযথ ভাবে পালন করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সারাদেশে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, টেলি হেলথ সার্ভিস, বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য কল সেন্টার ০৯৬১১৯৯৯৭৭৭ স্থাপন, করোনা রোগী ও লাশ বহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা রোগীর লাশ দাফন / সৎকার টিম গঠন, বিনামূল্যে খাদ্য সহায়তা, দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া,বৃক্ষ রোপণ ও বিতরন, আম্পান, বন্যা দূর্গত বানবাসী অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবক লীগ। সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আশীষ কুমার মজুমদার, নাফিউল করিম নাফা, নাজমুল ইসলাম লিটন,হারুন অর রশিদ, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা আজাদ, বিপুল, মিলন, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু সহ গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top