দেশের উত্তরের নয় জেলার শীতার্ত জনপদে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা রংপুর বিভাগের নয় জেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন।
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি’ সফল করতে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।