প্রিয় নেতা/সহযোদ্ধা/বন্ধু,বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মত ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ জুন, ২০২১, শনিবার। সকাল ৯.oo টা থেকে আপনাকে অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হবেঃ★ওয়েব সাইট https://bassl.org★অফিসিয়াল ফেইসবুকঃ https://www.facebook.co/AwamiVolunteerLeague/ ★ইউটিউব চ্যানেলঃ https://bit.ly/3v8Z4vG★ বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটঃhttps://www.albd.org/৪র্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে এমনতর ভার্চুয়াল আয়োজন বাংলাদেশের চলমান দলীয় রাজনৈতিক সংস্কৃতির উৎকর্ষতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি এবং সম্মানিত ভিউয়ার হিসেবে আপনার মূল্যবান মতামত/রিভিউ সম্মিলিত লক্ষ্য অর্জণে আমাদের পাথেয় হয়ে থাকবে।
