৯২ বছরে শেষ হলো কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় পথচলা।করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর আজ সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকা ।লতা মঙ্গেশকর উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি একজন সঙ্গীতশিল্পী-সুরসম্রাজ্ঞী ও সঙ্গীত সাধিকা ও মানবিক একজন ব্যক্তিত্ব৷তিনি জন্মগ্রহণ করেন ১৯২৯ খ্রিস্টাব্দের ২৮শে সেপ্টেম্বর-ভারতের ইন্দোরে৷মাত্র ১৩ বছর বয়সে তিনি গানের ভুবনে প্রবেশ করেন।এ পযন্ত তিনি ৪০ হাজার গানে কণ্ঠ দিয়েছেন।হিন্দি ছাড়াও ভারতের ৩৬টিরও বেশি আঞ্চলিক ভাষায় তিনি গান গেয়েছেন।তাঁর হাজার হাজার গান উপমহাদেশের হিট গান হিসেবে পরিচিত ৷একাত্তরে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সফরে এসেছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ৷বাংলাদেশের মুক্তিসংগ্রাম বা মুক্তিযুদ্ধে তাঁর অবদান অনস্বীকার্য।মুম্বাই তো বটেই, ভারতের একাধিক স্থানে তিনি বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন।সেই কনসার্ট ও আসরের টিকেট বিক্রি থেকে সংগৃহীত অর্থ বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে ব্যয় হয়েছিলো।
